প্রজেক্ট: করোনায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে।

রমজানে আমরা চেষ্টা করছি সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের পাশে দাড়ানোর। আমাদের এ চেষ্টা হয়তো প্রয়োজনের তুলনায় সামান্য। তবে আমরা নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।

আমরা ১০০টি পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সরবরাহ করার উদ্যোগ নিয়েছি । আমাদের সাহায্য মূলত এককালীন। তবে দেশের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে এবং আমাদের যদি সক্ষমতা থাকে তাহলে পরবর্তী সময়ে উক্ত পরিবারগুলোকে আবারো খাদ্য সরবরাহ করতে আমরা ইচ্ছুক।

চাইলে আপনিও পারেন আমাদের সহযোগিতা করতে।
যে কোনো প্রয়োজনেঃ +8801907085530

Office: 213, Dorik hakim tower,basabo,sabujbag, Dhaka-1214

বেঁচে থাকুক ভালোবাসার নির্মল বন্ধনগুলো
বেঁচে থাকুক মানবতা।
আসুন সবাই মিলে বেঁচে থাকি, গড়ে তুলি ভালোবাসার পৃথিবী।

#Stay_home
#Stay_safe