মধ্যবিত্ত!
এ যেন এক একটা অভিশাপের নাম।
না আমরা বলছি না,ভাবছিও না তবে আসলেই যারা এই মধ্যবিত্ত নামক কারাগারে আছে সেখান থেকেই বলছেন অনেকেই।
এ যেন একরকম ভিন্ন অভিজ্ঞতা। এরা তো সাভাবিক ভাবেই ইনকাম করে মাস শেষে বেতন দিয়েই চলে।কিন্তু!!!!! গত ৩ মাস যাবত যে পরিস্থিতি মানুষ ফেস করছে তাতে করে যেন এখন আর এই চাকা চলছেই না।
আমাদের ফোন / মেসেজ থেকে পাওয়া রিকুয়েষ্ট গুলোর মধ্যে থেকে আমরা যাদেরকে উপহার সামগ্রী পৌছে দিচ্ছি তারা এইটার আশা কখনঈ করে নাই।যখন তাদের ঠিকানা অনুযায়ী ব্যাগ গুলা পৌছে দিছি তাদের চোখের কোনায় যেন এক পশলা পানি,বুঝে উঠতে পারি নাই এইটা কিসের জন্য???
হয়ত খুশি,নয়ত লজ্জা।
ভেবে নিছিলাম হয়ত লজ্জা তাই বেশিক্ষন আর না দাড়াইয়া আমরা তাদের ভাল থাকবেন বলেই বেড়িয়ে পরেছি।
ইচ্ছা করছিল এমন যতগুলা মানুষ সমস্যায় আছ্র সবার পাশেই যদি থাকতে পারতাম।
সকলে দোয়া করবেন।
আবারো আপনাদের সহযোগীতা নিয়ে যেতে চাই তাদের কাছে।
সে জন্য আপনাদের সহযোগিতা জরুরিভাবে দরকার। আপনারা এগিয়ে না আসলে আমাদের এ কার্যক্রম মাঝপথে মুখ থুবড়ে পড়বে।। আপনাদের সহযোগিতা কামনা করছি।
42 thoughts on “প্রথম অক্ষর ফাউন্ডেশনের মেসেজ/ফোন কলের মাধ্যমে ১০০ মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রান বিতরন”
Comments are closed.